র্যাবের অভিযানে কুষ্টিয়ার ভেড়ামারা বাজার এলাকা থেকে ১০৫ লিটার চোলাই মদসহ ৩জন গ্রেফতার হয়েছে।
গতকাল ১৩ই নভেম্বর দুপুর দেড়টার দিকে র্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের একটি টিম অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো-ভেড়ামারা উপজেলাধীন কাচারীপাড়া গ্রামের মৃত বারেক মোল্লার ছেলে শাজাহান মোল্লা(৫৮), কুষ্টিয়া সদর উপজেলাধীন কোর্টপাড়া(গোশালা গলি) এলাকার আবু বকর সিদ্দিকের ছেলে ইমরান হোসেন শাওন(২৮) ও পাবনার ঈশ্বরদী উপজেলাধীন পিয়ারাখালী গ্রামের মৃত রমজিত আলীর ছেলে টগর আলী(৪৬)।
উদ্ধারকৃত চোলাই মদসহ র্যাব তাদেরকে ভেড়ামারা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
উল্লেখ্য, বিশেষ কায়দায় কয়েক দিনের পঁচানো ভাতের সাথে স্পিরিটসহ বিভিন্ন ক্ষতিকর রাসায়নিক মিশিয়ে চোলাই মদ তৈরী করা হয়, যা পান করে মাঝে-মধ্যেই নিম্নআয়ের অনেক মানুষের হতাহতের ঘটনা ঘটে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com