পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সাথে গতকাল ২রা জুন দুপুরে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার নেতৃবৃন্দ বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ এবং অসুবিধাজনিত যে সকল বিষয় রয়েছে সে বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেন।
মতবিনিময়কালে উপজেলা নির্বাহী অফিসার অল্প সময়ের মধ্যে সকল ধরণের জনদুর্ভোগ দূর হয়ে যাবে বলে আশ্বস্ত করেন। তিনি আরো বিভিন্ন বিষয়ে দায়িত্বশীলদের সাথে পরামর্শ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাংশা উপজেলা শাখার সভাপতি মাওলানা সিদ্দিকুর রহমান কবির, সহ-সভাপতি মাওলানা আইয়ুব আলী আনসারী, সহ-সভাপতি মাওলানা নায়েব আলী, সেক্রেটারী হাফেজ মাওলানা আব্দুল্লাহ, অর্থ ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ ইয়াসিন আলী, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মদ মজনুর রহমান, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুহাম্মদ জিল্লুর রহমান, সদস্য মুস্তাফিজুর রহমান, মুহাম্মদ ইয়াসিন আলী বিশ্বাস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাংশা থানা শাখার সভাপতি মুহাম্মদ আরাফাত হুসাইন ও সহ-সভাপতি মুহাম্মদ আবু মুসা আশয়ারীসহ অন্যান্য দায়িত্বশীল নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com