চন্দনীতে ব্যবসায়ী বিশ্বনাথের বাড়ীতে ডাকাতির ঘটনায় জড়িত ১জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৬-০৫ ১৭:০৭:২৩

image

 রাজবাড়ী সদর উপজেলার চন্দনী বাসস্ট্যান্ড বনিক সমিতির উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে সংগঠিত ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে খোকন সরদার(৪২) নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। 
 গত ৪ঠা জুন রাত সাড়ে ১০টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
 গ্রেপ্তারকৃত খোকন সরদার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের হরিণধরা এলাকার আবুল সরদারের ছেলে।
 রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, চন্দনী ইউনিয়নের ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় মামলা দায়ের হলে পুলিশ অভিযান চালিয়ে গত ৪ঠা জুন রাতে চন্দনী হরিণধরা থেকে মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে খোকন সরদারকে গ্রেপ্তার করে। তাকে আদালতে পাঠানো হয়েছে।
 তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে ইতিপূর্বে ২টি ডাকাতি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে।
 উল্লেখ্য, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের ব্যবসায়ী বিশ্বনাথ বিশ্বাসের বাড়ীতে গত ২৩শে মে দিনগত রাত ২টার দিকে দুর্র্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। সংঘবদ্ধ ডাকাত দল বিশ্বনাথের ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে অস্ত্রের মুখে ওই বাড়ী থেকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুটে নিয়ে যায়। পরে বিশ্বনাথকে গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজধানীর একটি হাসপাতালে রেফার করে। গত ২৪শে মে রাজবাড়ী সদর থানায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়।
 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com