রাজবাড়ীতে সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে কুরবানির মাংস বিতরণ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৬-০৮ ১৮:৩০:৪৮

image

“আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগই কুরবানি”-এই মহান আদর্শকে সামনে রেখে সংযোগ ফাউন্ডেশন এবছরও আয়োজন করেছে “জনমানুষের কুরবানি ২০২৫” কর্মসূচী। সুবিধাবঞ্চিত ৮০টি পরিবারের মাঝে তারা পৌঁছে দেয় কুরবানির মাংস।
 জানা গেছে, সংযোগ ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ী সদর উপজেলায় ৩টি ছাগল কুরবানি করা হয়। সংগঠনের স্বেচ্ছাসেবক মোহাম্মদ হৃদয়ের তত্ত্বাবধানে সুষ্ঠুভাবে কুরবানির পুরো প্রক্রিয়া সম্পন্ন করা হয়। কুরবানির পর প্রক্রিয়াজাত করা মাংস সংযোগ ফাউন্ডেশনের ভলেন্টিয়াররা জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের ৮০টি সুবিধাবঞ্চিত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেয়। এছাড়াও স্থানীয় একটি মাদ্রাসায় ছাত্রদের জন্যও পর্যাপ্ত পরিমাণে মাংস বিতরণ করা হয়।
 রাজবাড়ী সদর উপজেলার ভবদিয়া এলাকার এক সুবিধাবঞ্চিত পরিবারের প্রধান রহিমা বেগম(৩২) বলেন, আমাদের মতো গরিব মানুষের ঘরে ঈদের গোস্ত পৌঁছানোর এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। বছর ঘুরে ঈদ এলেও আমাদের পাতে গোস্ত ওঠে না। আজ সন্তানদের মুখে হাসি ফুটাতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করছি।
 সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা জানান, এই কাজটি শুধু একটি সামাজিক দায়িত্ব নয় বরং এটি একটি আত্মিক শান্তির উৎস। গোস্ত পৌঁছে দেওয়ার সময় অনেক পরিবারের মুখে ছিল আনন্দের হাসি ও কৃতজ্ঞতা। সংযোগ ফাউন্ডেশন সবসময় মানুষের প্রয়োজনে মানুষের পাশে থাকবে।
 উল্লেখ্য, সংযোগ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সমাজের পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাজ করে আসছে। ঈদুল আযহার মতো একটি পবিত্র উৎসবে এসব পরিবার যাতে অংশ নিতে পারে সেটি নিশ্চিত করতেই সংযোগ ফাউন্ডেশনের এই কার্যক্রম।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com