রাজবাড়ীতে আরএসসিএফ’র আয়োজনে দুই দিনের ‘এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যা’ শুরু

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৬-০৯ ১৯:৪৫:১৮

image

রাজবাড়ী সোশিও কালচারাল ফোরাম (আরএসসিএফ) এর আয়োজনে শুরু হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক সন্ধ্যা। 
 দুই দিনব্যাপী অনুষ্ঠানটির নামকরণ করা হয়েছে “এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়”।
 গতকাল ৯ই জুন বিকেলে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সাংস্কৃতিক সন্ধ্যার পর্দা উঠে।
 জানা গেছে, দুই দিনব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল আয়োজনে রয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আরএসসিএফ। আয়োজনের সহযোগী হিসেবে রয়েছে ‘ব্যাকস্টেজ কোলাবোরেশান’ ও আয়োজনটির বাস্তবায়ন সহযোগী হিসেবে রয়েছে ‘রাজবাড়ী রিপাবলিক’।
 আরএসসিএফ এর সভাপতি সাদ আহমেদ সাদি বলেন, রাজবাড়ী সোশিও-কালচারাল ফোরাম(আরএসসিএফ) রাজবাড়ীর সামাজিক, সাংস্কৃতিক উন্নয়নে ভূমিকা রাখতে চেষ্টা করে চলেছে নিজের মতো করে। সেই ধারাবাহিকতায় ইতোপূর্বে এনেছে নানাবিধ আয়োজন। আমাদের এবারের নিবেদন “এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায়”। এই শিরোনামটি আমরা ধার করেছি গৌরীপ্রসন্ন মজুমদারের গান থেকে। আমরা রাজবাড়ী বাসীকে উপহার দিতে চাই দুটি সন্ধ্যা। আমাদের এই আয়োজনটি মূলত একটি সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন। যেখানে গান, কবিতা, নাচ আর কথা হবে।
 তিনি আরও বলেন, তবে আতিথিয়েতার সেই চিরাচরিত কৃত্রিম কড়াকড়ি আনুষ্ঠানিকতা থাকছে না এবার। অনেক তরুণ-তরুণীরা তাদের কাঁচা হাতে এই আয়োজনটি করছে এবার। এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যার আজ ৯ই জুন বিকেলে পর্দা উঠেছে। দ্বিতীয় দিন অর্থ্যাৎ ১০ই জুনেও আয়োজন শুরু হবে একই ধারাবাহিকতা মেনে বিকাল ৪টায় এবং স্বর্ণালী সন্ধ্যার পর্দা নেমে সন্ধ্যা শেষে রাতের শুরুটাও হবে সেদিন রাত ৯টায়।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com