রাজবাড়ী জেলার পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডে গতকাল ১২ই জুন দুপুরে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামান পরিবহনকে ১০হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ে পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ডে মোবাইল কোর্ট পরিচালনা করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা। এ সময় নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জামান এন্টারপ্রাইজের একটি পরিবহনকে ১০হাজার টাকা জরিমানা করা হয়। পাংশা মডেল থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মোবাইল কোর্টকে সহযোগিতা করে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে বাস যাত্রী সাধারণের নিকট থেকে নির্ধারিত মূল্য নেওয়ার ক্ষেত্রে জনসচেতনতামূলক পরামর্শ প্রদান করেন পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম আবু দারদা।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com