ডাকসুর সাবেক ভিপি নূরকে অবরুদ্ধ করার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৬-১৪ ১৫:১১:১২

image

 পটুয়াখালীর গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলা ও তাকে অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে গতকাল ১৪ই জুন রাজবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন নেতাকর্মীরা।
 বিকালে যুব অধিকার পরিষদ জেলা শাখার আয়োজনে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি সিভিল সার্জনের বাসভবন প্রদক্ষিণ করে ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
 রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল হাসান রাশেদের সভাপতিত্বে ও জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ছাত্র নেতা রাকিবুল হাসান রাকিবের সঞ্চালনায় এতে কেন্দ্রীয় গণ অধিকার পরিষদের সহ-আইন বিষয়ক সম্পাদক এডঃ সাজিদুুল ইসলাম রুবেল, রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি, রাজবাড়ী জেলা ছাত্র অধিকার পরিষদের নেতা মোঃ ওবায়দুর রহমান, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাবেক যুগ্ম আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ ফরিদ খান, বালিয়াকান্দি উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি আব্বাস আলী, সদর উপজেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক বাদল মল্লিক, রাজবাড়ী জেলা যুব অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক রুবেল মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।
 বক্তারা বলেন, বিএনপি নেতা হাসান মামুনের অনুসারীরা পটুয়াখালীর গলাচিপা, দশমিনা উপজেলায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে অবরুদ্ধ, বিভিন্ন ইউনিয়নের গণধিকার পরিষদের অফিস ভাঙচুর, নেতাকর্মীদের ওপর হামলা ও দোকান বাড়ী ভাঙচুরের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল। আমরা এই বিক্ষোভ মিছিল থেকে ভিপি নুরের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা হামলা চালিয়েছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে। গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনে নামবে গণ অধিকার পরিষদ।
 উল্লেখ্য, গত ১২ই জুন রাতে পটুয়াখালীর গলাচিপায় নুরুল হক নুরকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। রাত ১১টার দিকে ভিপি নুর তার ভেরিফায়েড ফেসবুক পেজে অবরুদ্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। ওই দিন রাতে বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় আয়োজিত এক স্মরণসভায় অংশ নিয়ে ফেরার পথে অবরুদ্ধ হন তিনি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com