পদ্মায় ইলিশের আকাল থাকলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির মাছ

হেলাল মাহমুদ || ২০২০-১১-১৪ ১৩:০৭:৫৬

image

মা ইলিশ রক্ষায় ২২দিনের (১৪ই অক্টোবর-৪ঠা নভেম্বর) সরকারী নিষেধাজ্ঞা শেষে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকার পদ্মা নদীতে ইলিশের আকাল থাকলেও ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছ। 
  গতকাল ১৪ই নভেম্বর সকালে দৌলতদিয়ার ৫নং ফেরী ঘাটের পন্টুন এক জেলেকে রশি দিয়ে বিশেষ কায়দায় নদীর পানিতে জিইয়ে রাখা বড় বড় চিতল, পাঙ্গাস, কাতল, আইড়, বাগাইড়, ঢাইসহ বিভিন্ন প্রজাতির বড় বড় বেশ কয়েকটি মাছ উঠাতে দেখা যায়।
  দৌলতদিয়া ঘাট মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, গত বছরের চেয়ে এবার পদ্মায় ইলিশ মাছের আকাল থাকলেও দেখা মিলছে বিভিন্ন প্রজাতির বড় বড় মাছের।
  দৌলতদিয়া এলাকার নিরঞ্জন হলদার নামে এক জেলে বলেন, দীর্ঘ দিন ধরে পদ্মা নদীতে মাছ ধরি। এবার ইলিশ মাছ কম ধরা পড়লেও অন্যান্য প্রজাতির বড় বড় মাছের ভালোই দেখা মিলছে। 
  গত ৪ঠা নভেম্বর সমাপ্ত হওয়া ২২দিনের সরকারী নিষেধাজ্ঞা(ইলিশসহ অন্যান্য মাছ না ধরার) সফলভাবে বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখায় বিভাগীয়ভাবে সম্মাননা প্রাপ্ত রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, এ বছর পদ্মায় ইলিশের স্বল্পতা থাকলেও অন্য প্রজাতির বিভিন্ন প্রকার মাছ প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে। বিশেষ করে বড় ধরণের মাছ যেমন- কাতল, চিতল, পাঙ্গাস, রিটা, বাগাইড় ইত্যাদি বেশী পরিমাণে পাওয়ায় ক্রেতা-বিক্রেতা উভয় পক্ষই লাভবান হচ্ছে। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com