পাংশায় ভেজাল গুড় কারখানার মালিককে ১লক্ষ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৬-২৫ ১৫:৪৯:৫৯

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়ায় অননুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালা গুড়ের কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়ে কারখানার মালিক সুরুজ প্রামাণিককে ১লক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
 গতকাল ২৫শে জুন বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান।
 জানা গেছে, কাপড়ের রং ও রাসায়নিক দ্রব্য দিয়ে দীর্ঘদিন ধরে সুরুজ প্রামাণিক ভেজাল গুড় তৈরি করে আসছিলো। এমন সংবাদের ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গতকাল ২৫শে জুন ওই কারখানায় অভিযান পরিচালনা করে। এ সময় বিভিন্ন রাসায়নিক ও কাপড়ের রং দিয়ে গুড় তৈরির সত্যতা পাওয়ায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৩ ও ৪৫ ধারার লঙ্ঘন হওয়ায় গুড় কারখানার মালিককে ১লক্ষ টাকা জরিমানা করা হয়। এছাড়াও ভেজল গুড় ধ্বংস করা হয়।
 অভিযানে জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য্য কুমার প্রামাণিকসহ জেলা পুলিশের একটি দল অংশ নেয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com