আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনেক মনোনয়ন প্রত্যাশীরা মাঠে নেমেছেন। রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করতে চান সাবেক সংসদ সদস্য নাসিরুল হক সাবুর ছোট ভাই মাহমুদুল হক রোজেন।
জানা গেছে, মাহমুদুল হক রোজেন পাংশা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাংশা উপজেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি। এছাড়াও পাংশা সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ছিলেন। দলীয় মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিষয়ে নিজের ফেসবুকেও তিনি স্ট্যাটাস দিয়েছেন।
বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদুল হক রোজেন বলেন, আমি রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবুর কনিষ্ঠ ভ্রাতা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা লগ্ন থেকেই এই দলের সমস্ত কর্মকান্ডের সাথে ওৎপ্রোতভাবে জড়িত ছিলাম এবং আছি। ১৯৭৮ সাল থেকেই দলকে সুসংগঠিত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এই কারণে গত ফ্যাসিবাদী সরকারের আমলে আমাকে পাংশা সরকারী কলেজের অধ্যক্ষ পদ থেকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে সম্পূর্ণ অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয় এবং বিভিন্নভাবে আমাকে হামলা মামলার মাধ্যমে হয়রানী করা হয়। গত ৫ই আগস্ট পরবর্তী সময়ে বিজ্ঞ আদালত আমার পক্ষে রায় প্রদান করেন যার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহত্তর দল। এই দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী থাকতেই পারে। আগামী সংসদ নির্বাচনে আমার ভ্রাতা নাসিরুল হক সাবু যদি কোন কারণ বশত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমাকে মনোনয়ন দিলে রাজবাড়ী-২ আসনের নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে চাই এবং সংসদ সদস্য নির্বাচিত হয়ে অত্র এলাকার উন্নয়ন মানুষের জন্য কাজ করতে চাই।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com