রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজার থেকে খানখানাপুর যাওয়ার সড়কের বেহাল দশা নিয়ে সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচারের পর সড়কটি মেরামত করেছেন স্থানীয় বিএনপি নেতা সাজেদুল বিশ্বাস সাজ্জাদ।
গতকাল ২৬শে জুন সকাল থেকে বিকেল পর্যন্ত শ্রমিক দিয়ে সড়কটি মেরামত করেন তিনি।
সাজেদুল বিশ্বাস সাজ্জাদ বসন্তপুর ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সদস্য।
সাজেদুল বিশ্বাস সাজ্জাদ বলেন, বসন্তপুর স্টেশন বাজার থেকে খানখানাপুর যাওয়ার সড়কের মন্ডল বাড়ীর কাছে সড়ক ভেঙ্গে বড় আকৃতির একটি গর্ত তৈরি হয়ে মৃত্যু ফাঁদে পরিণত হয়। গত কয়েকমাস ধরে ভাঙ্গনের কারণে প্রতিনিয়তই ওই স্থানে দুর্ঘটনা ঘটতো। এ বিষয়ে গত ২১শে জুন সময় সংবাদের ডিজিটাল প্ল্যাটফর্মে সংবাদ প্রচার হলে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়। এরপর আমি ব্যক্তিগতভাবে সড়কটি মেরামতের উদ্যোগ গ্রহণ করি।
তিনি বলেন, সড়কের ভাঙ্গা স্থানের পাশে পুকুর থাকায় সেখানে পাইলিং করে বাঁধ দিয়ে তারপর মাটি ভরাট করা হয়েছে। এরপর ওপরে খোয়া দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করা হয়েছে। বসন্তপুর ইউনিয়নবাসীর যে কোনো প্রয়োজনে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com