রাজবাড়ীতে ৮দফা দাবীতে ক্ষেত মজুর সমিতির মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি

স্টাফ রিপোর্টার || ২০২০-০৫-২১ ০৪:৪২:৫৯

image

বর্তমান করোনা পরিস্থিতিতে ক্ষেত মজুরসহ গ্রামীণ মজুরদের রক্ষায় ৮দফা দাবীতে গতকাল ২০শে মে সকালে রাজবাড়ীতে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেছে সিপিবি’র গণসংগঠন ক্ষেত মজুর সমিতির সদর উপজেলা শাখা। 
  গতকাল বুধবার সকালে প্রথমে রাজবাড়ী প্রেসক্লাবের সামনে প্রধান সড়কের পাশে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। 
  মানববন্ধন চলাকালে বাংলাদেশ ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজবাড়ী জেলা সিপিবি’র সাবেক সভাপতি কমরেড আবুল কালাম, জেলা সিপিবি’র সাধারণ সম্পাদক এডঃ বাবন চক্রবর্তী, সদস্য ধীরেন্দ্রনাথ দাস, জেলা ক্ষেত মজুর সমিতির সভাপতি মুজিব আলম বকুল, সাধারণ সম্পাদক আঃ সাত্তার মন্ডল, সদর উপজেলা ক্ষেতমজুর সমিতির সভাপতি আলিফ শেখ, সাধারণ সম্পাদক আবজাল হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আঃ হালিম বাবু প্রমুখ বক্তব্য রাখেন। 
  কমরেড আবুল কালাম তার বক্তব্যে বলেন, একদিকে ক্ষুধার তাড়না-অন্যদিকে করোনার মৃত্যু ভয়কে সঙ্গী করে ক্ষেত মজুরসহ গ্রামীণ মজুরদের জীবন চলছে। কর্মহীন দুস্থ-অসহায় এসব মজুরদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এ জন্য কমপক্ষে ২ কোটি দুস্থ পরিবারের তালিকা তৈরী করে আপাতত ৩ মাস তাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিতে হবে। পরবর্তীতে স্থায়ী রেশনিং ব্যবস্থার আওতায় এনে নিয়মিতভাবে তাদেরকে ‘কন্ট্রোল দামে’ রেশন দিতে হবে। করোনায় ও বজ্রপাতে কারো মৃত্যু হলে সরকারের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষেতমজুরসহ গ্রামীণ মজুরদের দৈনিক মজুরী কমপক্ষে ৮০০ টাকা নির্ধারণ করতে হবে এবং নারী-পুরুষ নির্বিশেষে সম-কাজে সম-মজুরী দিতে হবে। ক্ষেতমজুরদের সব ঋণ/কিস্তি মওকুফ করতে হবে। তাদের বেঁচে থাকার পথ সুগম করতে হবে। 
  মানববন্ধন শেষে একটি প্রতিনিধি দল গিয়ে রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধানমন্ত্রী বরাবর লিখিত ১২ দফা দাবী সম্বলিত স্মারকলিপি প্রদান করেন।        

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com