রাজবাড়ী জেলার সর্বোচ্চ বিদ্যাপিঠ রাজবাড়ী সরকারী কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এ কে এম ইকরামুল করিম এবং উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোঃ হাবিবুর রহমানকে পদায়ন করা হয়েছে।
তবে পদায়নকৃত উপাধ্যক্ষকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে গত ৩রা জুলাই রাত থেকে তাকে অপসারণের দাবী জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে।
গত ২রা জুলাই রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী কলেজ-২ শাখার উপসচিব মোঃ মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদেরকে এই পদায়ন করা হয়।
জানা গেছে, অধ্যাপক একেএম ইকরামুল করিম এর আগে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত ছিলেন। আর অধ্যাপক মোঃ হাবিবুর রহমান মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামী ১৪ই জুলাইয়ের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে ১৪ই জুলাই অপরাহ্নে তারা তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য করা হবে। এছাড়াও, তাদেরকে সরকারী কর্মচারীদের ডিজিটাল ব্যবস্থাপনা পোর্টাল (ঢ়ফং)-এ লগইন করে অবমুক্তি ও যোগদানের প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।
অধ্যাপক এ কে এম ইকরামুল করিম দীর্ঘদিন ধরে রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজে অধ্যক্ষের দায়িত্ব পালন করেন। তার আগে তিনি একই কলেজের উপাধ্যক্ষ ছিলেন। সরকারী কলেজে অধ্যক্ষ পদে তার পদায়ন হওয়ায় কলেজের শিক্ষকবৃন্দরা তাকে স্বাগত জানিয়েছে।
অপরদিকে উপাধ্যক্ষ পদে অধ্যাপক মোঃ হাবিবুর রহমানের পদায়নের আদেশ হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন নেতিবাচক মন্তব্য দেখা যাচ্ছে। অনেকেই ফেসবুক পোস্টে অধ্যাপক মোঃ হাবিবুর রহমানকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর হিসেবে আখ্যায়িত করে তাকে অপসারণের দাবী করা হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ মজিবুর রহমানের প্রতিকৃতির সাথে ছবি ও আওয়ামী লীগের বিভিন্ন প্রোগ্রামে বক্তব্য দেওয়ার বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। তার এই সব ছবি ভাইরাল হবার পর থেকেই নেটিজেনরা করেছেন বিভিন্ন মন্তব্য। ফেসবুকের একটি পোস্টে দেখা গেছে, অধ্যাপক মোঃ হাবিবুর রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেছেন।
এ সকল বিষয়ে অধ্যাপক মোঃ হাবিবুর রহমান বলেন, পদায়নের আদেশ হাতে পেয়েছেন। খুব শীঘ্রই যোগদান করবেন। তিনি বলেন, তিনি কোন রাজনীতির সাথে জড়িত নন এবং আওয়ামী লীগের দোসর নন। বিগত সরকারের আমলে সরকারী নির্দেশনায় সকল সরকারী চাকুরীজীবীদের বিভিন্ন দিবস পালন করতে হয়েছে। সেই সময়ের জাতীয় দিবস ও শোক দিবসসহ বিভিন্ন দিবসের পালনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়া ছবি তিনি নিজের ফেসবুকে পোস্ট করেছিলেন। সেই ছবি ব্যবহার করে তার বিরুদ্ধে নেতিবাচক পোস্ট দেওয়া হচ্ছে।
তিনি আরো বলেন, কখনোই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তিমূলক কথা বলেন নাই। তিনি দাবী করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার করা হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com