জমি বিক্রির টাকা নিয়ে বিরোধের জের ধরে মামা আকুল খান (৫৫)কে গলায় গামছা পেচিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ভাগ্নে ইউনুস আলী(৩০) পলাতক রয়েছে।
নিহত আকুল খান রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের কেওয়াগ্রাম দক্ষিণপাড়া এলাকার মৃত জুলমত খানের ছেলে।
অন্যদিকে পলাতক ভাগ্নে ইউনুস আলী ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাংকুলা গ্রামের ইমদাদুল হকের ছেলে। তারা দু’জন সম্পর্কে আপন মামা ভাগ্নে।
গতকাল ৪ঠা জুলাই বিকেলে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার খুলুমবাড়িয়া বাজারে এ ঘটনা ঘটেছে।
স্থানীয়রা জানায়, জমি নিয়ে নিহত আকুল খানের সাথে তার ভাগ্নে ইউনুস আলীর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল ৪ঠা জুলাই বিকেলে শৈলকুপার খুলুমবাড়িয়া বাজারে মামা আকমলের সঙ্গে ভাগ্নে ইউনুস আলীর বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ইউনুস তার মামার গলায় গামছা পেঁচিয়ে টান দিলে সেখানেই মারা যায় মামা আকুল খান।
নিহতের ছেলে আজাদ খান বলেন, ইউনুসের মা ২০ বছর আগে তার ভাগের সম্পত্তি আমার আব্বার কাছে বিক্রি করে গেছে। গত ১বছর ধরে ইউনুস আবারও ওই সম্পত্তির জন্য টাকা চায়। আমার আব্বা টাকা দিতে অস্বীকার করে। সে অনেকদিন ধরেই আমার আব্বাকে খুন করার হুমকি দিচ্ছিল। আজ বিকেলে আমার আব্বা খুলুমবাড়ী বাজারে গেলে প্রকাশ্যে গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করে ইউনুস।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খাঁন বলেন, জমি নিয়ে বিরোধের জেরে ১জনকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ইউনুস আলীকে গ্রেফতারে অভিযান চলছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com