পাংশায় রাধা কুঞ্জ বিহারী মন্দিরের উদ্যোগে জগন্নাথদেবের উল্টোরথের শোভাযাত্রা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৫-০৭-০৫ ১৫:৫৩:৫৯

image

 রাজবাড়ী জেলার পাংশা পৌর শহরের কামারপাড়া এলাকাস্থ শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দিরের উদ্যোগে গতকাল ৫ই জুলাই বিকালে শ্রী শ্রী জগন্নাথদেবের উল্টোরথের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
 জানা যায়, গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্যানার ও বাদ্যযন্ত্র সহকারে পারনারায়নপুর শ্রী শ্রী মহাপ্রভু মন্দির হতে শোভাযাত্রা শুরু হয়। পাংশা শহরের প্রধান সড়ক হয়ে শোভাযাত্রাটি শ্রীশ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দিরে গিয়ে শেষ হয়। সনাতন ধর্মের বহু নারী-পুরুষ রশি ধরে শ্রীশ্রী জগন্নাথদেবের উল্টোরথের শোভাযাত্রা কর্মসূচিতে অংশ নেয়।
 শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী মন্দিরের সভাপতি শিব শঙ্কর চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রদীপ শিকদার, পাংশা আইডিয়াল গার্লস কলেজের সহকারী অধ্যাপক লিটন কুমার বিশ^াস, ইঞ্জিনিয়ার শিবাজী দাস, জয়দেব দাস, আকাশ সাহা, সৌমিক সাহা, সৌরভ সাহা, নিতাই পদ দাস, নিত্য গোপাল মজুমদার, সত্যব্রত প্রভু, অজিৎ কুমার বাগচী, সঞ্জীব শিকদার, বিমল মজুমদারসহ সনাতন ধর্মের বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সার্বিক তত্ত্বাবধান করেন সত্যব্রত দাস। 
 শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি বাস্তবায়নে পাংশা মডেল থানা পুলিশ কার্যকরী ভূমিকা পালন করে। গত ২৭ শে জুন ৯দিন ব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব-২০২৫ শুরু হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com