বালিয়াকান্দিতে নসিমন উল্টে খাদে পড়ে মেঘনা গ্রুপের বিক্রয় প্রতিনিধি নিহত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-০৫ ১৫:৫৯:৩৩

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে নসিমন উল্টে খাদে পড়ে খোন্দকার মাসুদ রানা(৩৪) নামে মেঘনা গ্রুপের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছে।
 গতকাল ৫ই জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের আইনদ্দিন মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
 নিহত মাসুদ রানা কুষ্টিয়া সদর উপজেলার শংকরদিয়া গ্রামের খোন্দকার নান্নু মিয়ার ছেলে। তিনি মেঘনা গ্রুপের ফ্রেশ প্রোডাক্টের বিক্রয় প্রতিনিধি হিসেবে বালিয়াকান্দিতে কর্মরত ছিলেন।
 বালিয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় ফ্রেশ প্রোডাক্টের ডিলার রেজাউল ইসলাম বলেন, বিকেলে মালবাহী নসিমনে করে বালিয়াকান্দি থেকে জঙ্গল ইউনিয়নের সমাধিনগর বাজারে একটি দোকানে অর্ডার কাটতে যাচ্ছিলেন খোন্দকার মাসুদ রানা। নসিমনটি জঙ্গল ইউনিয়নের আইনদ্দিন মোড়ে পৌঁছালে বৃষ্টির কারণে সড়ক পিচ্ছিল থাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে নসিমন উল্টে সড়কের পাশে খাদে পানির মধ্যে পড়ে যায়। এ সময় মাসুদ রানা নসিমনের নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ সৌরভ সিকদার বিক্রয় প্রতিনিধি মাসুদ রানাকে মৃত ঘোষণা করেন। তবে এ দুর্ঘটনায় নসিমনের চালক অক্ষত রয়েছে।
 বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ জামাল উদ্দীন বলেন, মরদেহটি বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com