যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দৌলতদিয়ায় পবিত্র আশুরা পালিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-০৬ ১৫:৩৭:০৭

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গতকাল ৬ই জুলাই পবিত্র আশুরা পালিত হয়েছে। 
 ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের পীরের মুরিদান, ভক্ত অনুসারীদের নিয়ে দৌলতদিয়া আঞ্জুমান-ই-কাদেরীয়ার খানকা শরীফের  উদ্যোগে বিশাল শোক মিছিল বের করা হয়। 
 সকাল ১০টার দিকে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদ প্রাঙ্গণ থেকে শোক মিছিলটি শুরু হয়ে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন বাংলাদেশ হ্যাচারি প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
 শোক মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এডভোকেট মোঃ আসলাম মিয়া, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ আহাম্মদ, সিনিয়র সহ-সভাপতি আয়ুর আলী খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হুদা উজ্জল, উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ সানোয়ার  আহাম্মদ, দৌলতদিয়া খানকা শরীফের সভাপতি মোঃ মুক্তার হোসেন বেপারী, সহ-সভাপতি মোঃ মোহন মন্ডল,  সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম প্রমুখ সহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ১০ হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে।
 শোক মিছিল শেষে দৌলতদিয়া খানকা শরীফ মসজিদে কারবালায় শাহাদাৎবরণকারী হযরত ইমাম হোসাইন (রাঃ) এবং তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com