পাংশা উপজেলায় জামায়াতে ইসলামীর সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-০৬ ১৫:৩৭:৩০

image

রাজবাড়ী জেলার পাংশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পাংশা উপজেলা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারীদের নিয়ে গতকাল ৬ই জুলাই বিকেলে পাংশা মহিলা কলেজে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
 পাংশা পৌর জামায়াতে ইসলামীর আমীর কাজী ফরহাদ জামিল রুপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ফরিদপুর অঞ্চল সহকারী মোহাম্মদ দেলোয়ার হোসাইন বক্তব্য রাখেন।
 বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চলের টিম সদস্য শামসুল ইসলাম আল বরাটি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও রাজবাড়ী জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ী-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ হারুন-অর রশিদ, মাওলানা সুলতান মাহমুদ ও অধ্যাপক কমলেশ বাবু বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com