জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনতে জুলাই জুড়ে দেশের সব জেলায় পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি(এনসিপি)।
এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এই পদযাত্রার অংশ হিসেবে আগামী ১৭ই জুলাই রাজবাড়ীতে আসছে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)
জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) অফিসিয়াল ফেসবুক পেজ সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজবাড়ী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, দেশ গড়তে জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি’র) নেতৃবৃন্দ আগামী ১৭ই জুলাই রাজবাড়ী জেলায় পদযাত্রায় আসবে। এ সময় তারা গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষের কথা শুনবে। প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এনসিপি নেতাকর্মীরা পদযাত্রা করে রাজবাড়ী শহরের ১নং রেলগেট শহীদ স্মৃতি চত্বরে আসবে। সেখানে নেতাকর্মীরা বক্তব্য রাখবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com