বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কশবামাজাইল ইউপির ভাতশালা গ্রামের বাড়ীর প্রধান গেটে গতকাল ৮ই জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুরের চেষ্টা করে।
ঘটনার সময় বাড়ীতে তিনি বা তার পরিবারের কেউ উপস্থিত ছিলেন না। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের বাড়ীর প্রধান গেটে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুরের চেষ্টা করে বলে স্থানীয়রা তথ্য নিশ্চিত করে।
গতকাল মঙ্গলবার বিকালে সরেজমিন ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, প্রধান গেটের ১২/১৪টি পয়েন্টে হামলা চালিয়ে ভাংচুরের চেষ্টা চালানো হয়। আঘাতের স্থানগুলোতে দাগ পড়েছে। স্থানীয়রা এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন।
স্থানীয়রা জানায়, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েল একজন পরিচ্ছন্ন, সৎ ও নিষ্ঠাবান ব্যক্তি। সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত এবং মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এছাড়া এলাকার বেকার ও অসহায় মানুষের আর্থ সামাজিক উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করছেন। তার বাড়ির গেটে হামলা-ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা।
ঘটনার পর থেকে ওই এলাকায় পুলিশ ও সেনাবাহিনী টহল জোরদার করেছে।
এ ব্যাপারে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, কেওয়াগ্রাম বাজারে ভাংচুরের সময় পুলিশ পারকুল গ্রামের ওহিদুর রহমান মুক্তি(৪৫) নামের ১জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মুক্তি ও তার সহযোগিরা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের বাড়ীতে হামলায় জড়িত কি না তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতারের পর মুক্তি নিজেকে বিএনপির কর্মী বলে দাবী করে।
ওসি মোহাম্মদ সালাউদ্দিন আরো জানান, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল এস.এম মতিউর রহমান জুয়েলের বাড়ীতে ঘটনার সাথে জড়িতদের নাম-পরিচয় সনাক্ত করতে পুলিশী তৎপরতা অব্যাহত আছে। তিনি বলেন, সন্ত্রাস করে কেউ পার পাবে না। সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com