রাজবাড়ীতে জুলাই গণঅভ্যুথানে গেজেটভুক্ত শহীদ ও আহতদের তথ্যাদি পর্যালোচনা সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-০৮ ১৫:২৯:৪৭

image

 জুলাই গণঅভ্যুথানে রাজবাড়ী জেলায় গেজেটভুক্ত শহীদ এবং আহতদের তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা সভা গতকাল ৮ই জুলাই দুপুর ১২টায় অফিসার্স রাজবাড়ী ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, রাজবাড়ী জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ শেখ মোঃ আব্দুল হান্নান, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রহমত আলী, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জুলাই গণঅভ্যুত্থান শহীদের পরিবার ও আহতরাসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।
 সভার মাধ্যমে রাজবাড়ী জেলার জুলাই গণঅভ্যুথানে গেজেটভুক্ত শহীদ এবং আহতদের তথ্য ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com