স্বাস্থ্য বিধি না মানা ও বেশী দামে আলু বিক্রির করায় ভ্রাম্যমাণ আদালতে ৮ জনের জরিমানা

স্টাফ রিপোর্টার || ২০২০-১১-১৬ ১৩:৩০:৩৪

image

মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গ করায় এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালত ৮জনকে জরিমানা করেছে।
  জানা গেছে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামানের নেতৃত্বে গত ১৫ই নভেম্বর সন্ধ্যায় রাজবাড়ী বাজারের কাপড় বাজার ও কাঁচামালের বাজারে ভ্রাম্যমাণ আদালত পারিচালনা করেন। এ সময় মাস্ক না পরে স্বাস্থ্য বিধি ভঙ্গের দায়ে ৭জনকে ১শত টাকা করে এবং অতিরিক্ত দামে আলু বিক্রির দায়ে একজন সবজি বিক্রেতাকে ৫ হাজার টাকাসহ মোট ৫ হাজার ৭শত টাকা জরিমানা করা হয়। জেলা স্যানিটারী ইন্সপেক্টর সূর্য কুমার প্রামানিকসহ ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com