রাজবাড়ীতে জিপিএ-৫ প্রাপ্তিতে শীর্ষে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়॥পাসের হারে এগিয়ে সরকারী উচ্চ বিদ্যাল

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৭-১১ ০২:১৮:১৩

image

 চলতি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির তালিকায় রাজবাড়ী জেলার শীর্ষে রয়েছে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। তবে পাসের হারে শীর্ষে রয়েছে সরকারী উচ্চ বিদ্যালয়। 
 গতকাল ১০ই জুলাই প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ তথ্য জানা গেছে।
 জানা গেছে, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ২৬৬ জন। পরীক্ষায় অংশ নেয় ২৬৫ জন। এর মধ্যে কৃতকার্য হয়েছে ২৩৯ জন এবং অকৃতকার্য হয়েছে ২৬ জন পরীক্ষার্থী। এ বছর এই বিদ্যালয় থেকে অংশ নেওয়া এসএসসি পরীক্ষার্থীর মধ্যে ৮৭ জন জিপিএ-৫ পেয়েছে। এই বিদ্যালয়ে পাশের হার ৯০.১৯%।
 অন্যদিকে, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এ বছর এসএসসি পরীক্ষার্থী ছিল ২৩৫ জন। পরীক্ষায় অংশ নেয় ২৩৪ জন। কৃতকার্য হয় ২১৯ জন, অকৃতকার্য হয় ১৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৬৬ জন। পাসের হার ৯৩.৫৯%।
 রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস বলেন, এই অর্জনে আমরা খুশি। এর সবটুকু কৃতিত্ব আমার বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের। আগামীতে আমরা আরও ভালো করবো এই আশা করছি।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com