রাজবাড়ী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৭-১৩ ২৩:৩৩:৪৪

image

 রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১৩ই জুলাই সকাল ১০টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভাসহ অন্যান্য সভা অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় রাজবাড়ী অস্থায়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মারুফ, পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম ও সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ বক্তব্য রাখেন।
 অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে’র সঞ্চালনায় অন্যান্যর মধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ শহিদুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রাকিবুল ইসলাম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ, জেল সুপার এনামুল কবির, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার মোঃ শরীফুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার দাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন ও দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ(ওসি) ত্রিনাথ সাহা প্রমুখ বক্তব্য রাখেন।
 সভায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোঃ আনোয়ার হোসেন সরকার, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর উপ-পরিচালক মোঃ সাইফুল ইসলাম, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা কামরুল হাসান লালী, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবু সাঈদ তাইয়্যেবী, রাজবাড়ী আদালতের পিপি এ্যাডঃ আব্দুর রাজ্জাক-২, ওজোপাডিকোর নির্বাহী প্রকৌশলী মোঃ মামুন-অর-রশিদ, র‌্যাব-১০ এর প্রতিনিধিসহ কমিটির অন্যান্য সদস্য ও তদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
 সভাসমূহে রাজবাড়ী জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বাজার পরিস্থিতি, অপরাধ ও মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধ, সড়ক নিরাপত্তা প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও গুরুত্বপূর্ণ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
 পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, সকলে মিলে একসাথে কাজ করে জেলার অপরাধ দমন করতে হবে। কোথাও কোন চাঁদাবাজির খবর পেলে আমাদের জানাবেন। যেকোনো অপরাধ সংশ্লিষ্ট বিষয়ে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা আপনাদের পরিচয় গোপন রেখে অভিযান চালাবো। এছাড়াও জেলায় মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাশাপাশি জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।
 রাজবাড়ী সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল আব্দুল্লাহ আল মারুফ বলেন, অবৈধ অস্ত্রের বিরুদ্ধে অভিযান, চাঁদাবাজ, মাদক নির্মূল এসবের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করবেন।
 সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, সারাদেশের থেকে রাজবাড়ী জেলা অনেক ভালো রয়েছে। তবে সারাদেশে যে ঘটনাগুলো ঘটছে তা আমাদের জন্য এলার্মিং। এজন্য আমাদের সকলকে সচেতন থাকতে হবে। জেলার আইন-শৃঙ্খলার পরিস্থিতি রক্ষায় পুলিশের পাশাপাশি অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী যেমন- র‌্যাব, আনসার সমন্বয় করবে। আর বাংলাদেশ সেনাবাহিনী তো আমাদের সাথে রয়েছেই। জেলা প্রশাসন জেলার আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিকভাবে সহযোগিতা করবে।
 জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা শেষে জেলা আদালত কমিটির সভা, জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কমিটির সভা, জেলা চোরাচালান প্রতিরোধ সমন্বয় কমিটির সভা, জেলা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা, জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভা, সড়ক দূর্ঘটনায় আহত/নিহতদের নির্ভূল ডাটাবেজ তৈরির লক্ষ্যে গঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভা, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা, জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা ও বেসরকারী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কার্যক্রম মনিটরিং কমিটির সভাসহ অন্যান্য কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com