মৎস্য সপ্তাহ উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-১৫ ০৪:৫৯:১২

image

রাজবাড়ীতে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা গতকাল ১৪ই জুলাই অফিসার্স ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।
 জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে সভায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য ও জেলা মৎস্য কর্মকর্তা মোঃ নাজমুল হুদা বক্তব্য রাখেন।
 এ সময় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রকাশ রঞ্জুন বিশ্বাস, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সরদার, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোস্তফা কামাল, জেলা তথ্য অফিসার রেখা ইসলাম ও সহকারী মৎস্য কর্মকর্তা বনি আমিন পিয়াসসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 জানা গেছে, আগামী ২২শে জুলাই থেকে ২৮শে জুলাই সপ্তাহব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com