‘জুলাই শহীদ দিবস’ আজ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-১৫ ১৬:১৪:০৫

image

‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আজ বুধবার ১৬ই জুলাই সারাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
 ২০২৪ সালে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যুত্থানের শুরুতে ১৬ই জুলাই রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ও আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ
 মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ২রা জুলাই ‘জুলাই শহীদ দিবস’ পালন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
 মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, “সরকার প্রতি বছর ১৬ই জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং উক্ত তারিখ ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১শে অক্টোবর-২০২৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে।”
 দিবসটি উপলক্ষে আজ ১৬ই জুলাই বাংলাদেশের সব সরকারী, আধা-সরকারী ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারী ও বেসরকারী ভবন এবং বিদেশে বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
 এছাড়া শহীদদের রুহের মাগফিরাতের জন্য বাংলাদেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে তাদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
মসজিদে বিশেষ দোয়া ঃ জুলাই শহীদ দিবস উপলক্ষে আজ ১৬ই জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বাদ জোহর দেশের সকল মসজিদে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে। 
 জুলাই গণঅভ্যুত্থানে শহীদগণের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করার জন্য দেশের সব মসজিদের খতিব, ইমাম ও মসজিদ কমিটিসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
 ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এ উপলক্ষে আজ বুধবার বাদ জোহর বেলা দেড়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com