কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ

সুজন কুমার বিষ্ণু || ২০২৫-০৭-১৫ ১৬:৩৭:৪১

image

সারাদেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে গতকাল ১৫ই জুলাই বিকেলে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
 জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান ও সদস্য সচিব তুহিনুর রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
 সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খানের সভাপতিত্বে ও সদস্য সচিব তুহিনুর রহমানের সঞ্চালনায় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিজানুর রহমান সজিব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান লিখন, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী প্রমুখ বক্তব্য রাখেন।
 সমাবেশে বক্তারা বলেন, বেশ কিছুদিন ধরে একটি কুচক্রি মহল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নানা অপপ্রচার চালাচ্ছে। তারা চায় না দেশে একটি নির্বাচন হোক, দেশে গণতন্ত্র পুনরায় ফিরে আসুক তারা সেটা চায় না। যারা নির্বাচনকে পিছাবার জন্য বিভিন্ন তালবাহানা ও সংস্কারের কথা বলছে, নির্বাচনে তারা আসলে একটি আসনও পাবে না। নির্বাচন বানচালের লক্ষ্যে সারাদেশে মব সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর চেষ্টা করছে।
 বক্তারা আরও বলেন, একটি হত্যাকে কেন্দ্র করে বিএনপির ওপর মিথ্যা অপ্রচার চালানো হচ্ছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে নানা কুরুচিপূর্ণ কথা বলা হচ্ছে। তারেক রহমান চায় এদেশে ৩১দফা বাস্তবায়ন। দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন। স্বেচ্ছাসেবক দল সকল মিথ্যা অপপ্রচারে বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র রুখে দেবে।
 বক্তারা বলেন, এনসিপি এবং জামায়াত সারাদেশে সাম্প্রতিক সময়ের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে যুক্ত। তারা পরিকল্পিতভাবে দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার ও কুটুক্তি করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমরা জিয়ার আদর্শের সৈনিক হিসেবে এটি কোনভাবেই মেনে নিতে পারি না। 
 বিক্ষোভ মিছিলে জেলা স্বেচ্ছাসেবক দলের সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com