রাজবাড়ীতে চাঁদা না দেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারের মালিককে পিটিয়ে আহত করার মামলায় এজাহারনামীয় ২জন আসামীকে পুলিশ গ্রেফতার করেছে।
গতকাল ১৬ই জুলাই বিকেল সাড়ে ৫টার দিকে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকায় থানা পুলিশ ও ডিবি’র সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের হাসপাতালের পিছনের এলাকার মনি বিশ্বাসের ছেলে লাবলু বিশ্বাস(৫০) ও কুটি বিশ্বাস (৪৫)।
জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতালের সামনে আল রাজি ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখের কাছে মামলার আসামীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় তারা গত ১৪ই জুলাই দুপুর দেড়টার দিকে সদর হাসপাতালের সামনে পাকা রাস্তার উপর ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখকে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে ও লোহার রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এ ঘটনায় আহত ডায়াগনস্টিক সেন্টারের মালিক সিদ্দিক শেখ বাদী হয়ে উল্লেখিতদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে রাজবাড়ী সদর থানায় মামলা দায়ের করে। রাজবাড়ী সদর থানার মামলা নং-১৭, তাং-১৫/০৭/২০২৫ইং, ধারাঃ ১৪৩/৪৪৮/৩২৫/৩২৬/৩০৭/৩৮৫/৩৮৬/৫০৬ পেনাল কোড।
এ মামলা দায়েরের পর রাজবাড়ী সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার(ডিবি’র) টিম আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে সজ্জনকান্দা এলাকা থেকে মামলার এজাহারনামীয় উল্লেখিত ২জন আসামীকে গ্রেপ্তার করে।
রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ শরীফ আল রাজীব বলেন, ডায়াগনস্টিক সেন্টারের মালিককে পিটিয়ে আহত করার ঘটনায় চাঁদাবাজির মামলায় কুটি বিশ্বাস ও লাবলু বিশ্বাস নামের এজাহারনামীয় দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলমান রয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com