উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রীর বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক

বিশেষ প্রতিনিধি || ২০২৫-০৭-১৭ ১৫:৩৩:৪৭

image

উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম গতকাল ১৭ই জুলাই উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রী বাখরমজন অ্যালয়েভ এর সাথে তাঁর কার্যালয়ে বৈঠক করেন। 
 বৈঠকে বাংলাদেশ-উজবেকিস্তানের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বি-পাক্ষিক ও বহু-পাক্ষিক বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়। এ বৈঠকে দূতাবাসের প্রথম সচিব শুকলা বনিকসহ মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রীর সাথে আলাপকালে বাংলাদেশের রাষ্ট্রদূত ঢাকা-তাসখন্দ সরাসরি ফ্লাইট চালুর উপর গুরুত্বারোপ করে প্রস্তাবিত এয়ার সার্ভিস চুক্তিটি দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য অনুরোধ করেন। রাষ্ট্রদূত উভয় দেশের মধ্যে পর্যটন ও ব্যবসা প্রসারে ভিসা সহজিকরণের প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেন। তিনি দু’দেশের মধ্যে ব্যবসায়িক সহযোগিতাকে আরো প্রসারিত করার লক্ষ্যে ব্যবসায়িক প্রতিনিধিগণের মধ্যে ভিসা ব্যতীত ভ্রমণ সুবিধা প্রদানের প্রস্তাব করেন।
 রাষ্ট্রদূত ফরেন অফিস কনসাল্টেশন ও দু’দেশের মধ্যে ব্যবসা ও অর্থনৈতিক সহযোগিতা সম্পর্কিত যৌথ কমিশন সভা এ বছরের মধ্যেই যাতে অনুষ্ঠিত হয় সে বিষয়ে প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রীর সহায়তা কামনা করেন। 
 উল্লেখ্য, রাষ্ট্রদূত উজবেকিস্তানের প্রথম উপ-পররাষ্ট্রমন্ত্রীকে উন্নত, বৈষম্যমুক্ত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সরকার কর্তৃক গৃহীত বিভিন্ন সংস্কার কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। রাষ্ট্রদূত বাংলাদেশে উজবেকিস্তানের দূতাবাস স্থাপনের বিষয়ে উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন যে, তা দু’দেশের সম্পর্কে নতুন গতি ও মাত্রা যোগ করার পাশাপাশি দু’দেশের জনগণের মধ্যকার বন্ধুত্ব ও যোগাযোগকে আরো শক্তিশালী করতে কার্যকর ভূমিকা রাখবে। 
 উজবেক প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রী এয়ার সার্ভিস চুক্তিটি সম্পাদনের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা করবেন মর্মে রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন। ব্যবসায়িক ভিসা সহজীকরণের বিষয়েও তিনি ইতিবাচক সাড়া প্রদান করেন। উজবেক প্রথম উপ-পররাষ্ট্র মন্ত্রী ফরেন অফিস কনসাল্টেশনে অংশগ্রহণের জন্য এ বছরে উভয় পক্ষের সুবিধাজনক সময়ে ঢাকা সফরের অভিপ্রায় ব্যক্ত করেন। 
 বৈঠকে সাম্প্রতিক সময়ে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে দু’দেশের মধ্যকার চলমান সহযোগিতার উপর সন্তোষ প্রকাশ করে উভয়ই আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর মতবিনিময় করেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com