গোপালগঞ্জে এনসিপি’র পদযাত্রায় হামলার ঘটনায় রাজবাড়ীতে জামায়াতের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-১৭ ১৫:৩৪:৩৫

image

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির(এনসিপি’র) সমাবেশে ও সরকারী সম্পদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
 গতকাল ১৭ই জুলাই বিকেলে রাজবাড়ী শহরের সজ্জনকান্দা স্টাফ কোয়ার্টার এলাকার জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রেলগেট এলাকা প্রদক্ষিণ করে আবার মডেল মসজিদে এসে শেষ হয়।
 বিক্ষোভ সমাবেশ ও মিছিলে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, জেলা জামায়াতে ইসলামীর আমীর এডঃ মোঃ নূরুল ইসলাম, নায়েবে আমীর হাসমত আলী হাওলাদার, সেক্রেটারী মোঃ আলিমুজ্জামান, জেলার কর্মপরিষদ সদস্য প্রফেসর মোঃ হেলাল উদ্দিন, সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাঈয়েদ আহমেদ, পৌর জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান, সেক্রেটারী মাওলানা লিয়াকত হোসেন ও বালিয়াকান্দি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মওলানা আব্দুল হাই জোয়ার্দার বক্তব্য রাখেন।
 এ সময় জামায়াতে ইসলামীর সকল ইউনিটের নেতাকর্মী ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 বিক্ষোভ মিছিল শেষে বক্তারা বলেন, গোপালগঞ্জ আওয়ামী লীগের ফ্যাসিবাদের শেষ চিহ্ন। যেখানে গর্তের মধ্যে লুকিয়ে থেকে জুলাই অভ্যুত্থানের নেতৃস্থানীয় যোদ্ধাদের ওপরে নিকৃষ্ট ও ন্যাক্কারজনক হামলা পরিচালনা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী বারবার বলে এসেছে বিচার ও সংস্কার নিশ্চিত না করলে ফ্যাসিবাদকে নিশ্চিহ্ন করা যাবে না। সে কথাই প্রমাণিত হয়েছে।
 গোপালগঞ্জে এনসিপির পদযাত্রার বহরে হামলা প্রমাণ করে বাংলাদেশ এখনো নির্বাচনের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়নি, বাংলাদেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি। বাংলাদেশে আওয়ামী লীগের শেষ চিহ্ন অবশিষ্ট থাকলে এদেশের মানুষকে তারা শান্তিতে বসবাস করতে দেবে না। যে ছাত্র-জনতা জুলাই-আগস্ট অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে তাদের দল এনসিপির পদযাত্রা কর্মসূচী প্রশাসনের সাথে আলোচনা করেই হয়েছে। তাহলে প্রশাসন কেন ব্যর্থ হলো এমন প্রশ্ন রাখেন তারা।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com