গোয়ালন্দে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় আওয়ামী লীগের ৫ নেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৫-০৭-১৭ ১৫:৩৫:৫৬

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ৫জন নেতাকর্মীকে পুলিশ গ্রেফতার করেছে। 
 গ্রেফতারকৃতরা হলো- গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক চর দৌলতদিয়া খালেক মৃধা পাড়া এলাকার মৃত জব্বার শেখের ছেলে মোঃ শফিকুল শেখ(৫২), দৌলতদিয়া ইউনিয়ন কৃষক লীগের সাবেক সহ-সভাপতি ও দৌলতদিয়া ৫নং ওয়ার্ড সোহরাব মন্ডল পাড়া গ্রামের মৃত আবজাল শেখের ছেলে মোঃ রুবেল শেখ(৩৪), দৌলতদিয়া ১নং ওয়ার্ড ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি, শাহাদত মেম্বার পাড়া গ্রামের মোঃ তারা শেখের ছেলে মোঃ ছাত্তার শেখ(৩৮), উজানচর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি নবু ওছিমদ্দিন পাড়া গ্রামের সৈয়দ আলী শেখের ছেলে গোলাম মোস্তফা(৬০), পৌর ৪নং ওয়ার্ড যুবলীগের সাবেক কর্মী নিলু শেখের পাড়া গ্রামের আবেদ সরদারের ছেলে মামুন সরদার(৩৭)।
 থানা পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ঠা আগস্ট দুপুরে গোয়ালন্দ রেলগেট এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনায় গত বছরের ১০ই ডিসেম্বর গোয়ালন্দ উপজেলার দেবগ্রামের শাহজাহানের ছেলে ও রাজবাড়ী টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র শরীফুল ইসলাম বাদী হয়ে ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০০/৪০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় গত ১৬ই জুলাই দিনগত রাতে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, বৈষম্যবিরোধী ছাত্রের মামলায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গতকাল ১৭ই জুলাই গ্রেফতারকৃতদের রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com