ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ীতে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই প্রতীকী ম্যারাথনে অংশ নিয়েছেন প্রায় ২০০ জন তরুণ-তরুণী, ক্রীড়াবিদ, শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য বৃন্দ।
গতকাল ১৮ই জুলাই সকাল ৭টায় জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, জুলাই আন্দোলনে যারা শহীদ এবং আহত হয়েছে তাদের স্মরণে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এ আয়োজন করেছে। জুলাইয়ের যে চেতনা অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম সেটি আমাদের উদ্বুদ্ধ করবে। যারা আন্দোলনে শহীদ হয়েছেন ও আহত হয়েছেন, তাদের যে মনের বাসনা, তা বর্তমান ও আগামী সরকার ও প্রশাসন নিশ্চয়ই বাস্তবায়ন করবেন আমি এ আশাই করি।
এ সময় সিভিল সার্জন ডাঃ এস এম মাসুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ তারিফ-উল-হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উছেম মে, সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক চায়না ব্যানার্জী, জেলা ক্রীড়া অফিসার মোঃ আমানুল্লাহ আহম্মেদ, শহীদ সাগরের পিতা মোঃ তোফাজ্জল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, জুলাই যোদ্ধা স্মৃতি সংসদের আহ্বায়ক আলতাফ মাহমুদ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তর, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ পরিবার ও আহতরা এবং জুলাই যোদ্ধা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরাসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রতীকী ম্যারাথনটি জেলা প্রশাসকের কার্যালয়ের আম্রকানন থেকে শুরু হয়ে সজ্জনকান্দা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অফিসের সামনে থেকে ইউটার্ন নিয়ে পুনরায় আম্রকান চত্বরে এসে শেষ হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com