চব্বিশে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী ফ্যাসিস্ট কর্তৃক গণহত্যার বিচারের দাবিতে রাজবাড়ীতে গণঅধিকার পরিষদের পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৮ই জুলাই সন্ধ্যার দিকে সদর উপজেলা গণঅধিকার পরিষদের আয়োজনে রাজবাড়ী শহরের নতুন বাজার থেকে পদযাত্রা ও বিক্ষোভ মিছিল শুরু হয়ে রেলগেট শহীদ স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদে আহ্বায়ক মোঃ শরিফুল ইসলাম ও সদস্য-সচিব মোঃ রবিউল আযম।
এ সময় বক্তারা বলেন, চব্বিশের জুলাইয়ে গণহত্যা বিচারে শেখ হাসিনার ফাঁসির দাবি জানাই। রাজবাড়ী জেলায় যে সমস্ত আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠন গত ১৭ বছর হামলা চালিয়েছে তাদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।
এ সময় যুব অধিকার পরিষদের সভাপতি কামরুল ইসলাম রাশেদ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, ছাত্র অধিকার পরিষদের সভাপতি শাহিন আলম ও সাধারণ সম্পাদক মোঃ হৃদয় মোল্লা সহ সদর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিতি ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com