নেপালের রাজধানী কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাসের আয়োজনে গত ১৬ই জুলাই যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সাথে “জুলাই শহীদ দিবস” পালন করা হয়েছে।
এ উপলক্ষে দূতাবাস প্রাঙ্গণে দোয়া মাহফিল এবং দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সার্ক সচিবালয়ের কর্মকর্তা, আঞ্চলিক সংস্থা এবং বাংলাদেশ ক্লাবের সদস্যবৃন্দসহ কাঠমান্ডুতে অবস্থিত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের অংশ হিসেবে, “জুলাই বিষাদ সিন্ধু” শীর্ষক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয় এবং জুলাই-আগস্ট গণআন্দোলনে প্রাণ উৎসর্গকারী শহীদদের আত্মার মুক্তির জন্য একটি বিশেষ প্রার্থনা করা হয়।
আলোচনাকালে নেপালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শফিকুর রহমান বাংলাদেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে ন্যায় বিচার, স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারী শহীদদের নিষ্ঠা ও বীরত্বের কথা স্মরণ করেন।
অন্যান্য বক্তারা জুলাই শহীদ দিবসের শহীদদের আত্মত্যাগের আদর্শ ও চেতনার সাথে সঙ্গতিপূর্ণ একটি নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে একসাথে কাজ করার প্রয়োজনীয়তার উপরও জোর দেন।
উল্লেখ্য, বাংলাদেশ দূতাবাস জুলাই-আগস্টের আত্মত্যাগ স্মরণে ধারাবাহিক অনুষ্ঠান আয়োজন করেছে বলে জানা গেছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com