দৌলতদিয়ার পোড়াভিটায় থেকে হেরোইনসহ দুই বিক্রেতা গ্রেপ্তার

মইনুল হক মৃধা || ২০২৫-০৭-১৯ ১৫:১৪:৩০

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে থানা পুলিশের অভিযানে ২শত পুরিয়া হেরোইনসহ ২জন বিক্রেতা গ্রেফতার হয়েছে।
 গত ১৮ই জুলাই দিনগত রাত পৌনে ১২টার দিকে গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া পোড়াভিটার করিমের বাড়ীর সামনে হতে তাদেরকে গ্রেফতার করা হয়। 
 গ্রেফতারকৃতরা হলো- রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার পৌর ৪নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়া গ্রামের সুরেশ চন্দ্র সাহার ছেলে ঝন্টু সাহা(৩৪) ও পৌর ৭ নং ওয়ার্ডের কাজী পাড়া গ্রামের মৃত আফছার মোল্লার ছেলে হায়দার মন্ডল(৪০)।
 এ ব্যাপারে গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com