বালিয়াকান্দিতে শহীদ সাগরের কবর জিয়ারতে বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দ

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৭-১৯ ১৫:১৬:৫৬

image

চব্বিশের জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে নিহত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া গ্রামের শহীদ সাগর আহমেদের ১ম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন ও কবর জিয়ারত করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার নেতারা।
 গতকাল ১৯শে জুলাই বিকেলে উপজেলার নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া গ্রামের শহীদ সাগরের গ্রামের বাড়ীতে গিয়ে নেতৃবৃন্দ সাগরের কবরে শ্রদ্ধা নিবেদন করেন এবং কবর জিয়ারত করেন।
 পরে নতুন বাংলাদেশ বিনির্মাণে শহীদ সাগরের কবরের মাটি ছুয়ে শপথ বাক্য পাঠ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।
 পরে বৈষম্য বিরোধী নেতারা শহীদ সাগরের বাড়ীতে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এছাড়াও যে কোনো প্রকার সহযোগিতা করার আশ্বাস দেন তারা।
 এ সময় বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন, সদস্য সচিব রাশিদুল ইসলাম রাশেদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আলতাফ হোসেন সাগর, মুখপাত্র মোঃ রাজিব মোল্লা, যুগ্ম-আহবায়ক আবু রায়হান রাফি, যুগ্ম আহবায়ক মোহাম্মদ জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাহরাত হোসাইন, যুগ্ম আহ্বায়ক মাহাদী রাকিবুল হাসান, যুগ্ম সদস্য সচিব মোঃ মইন শিকদার, সংগঠক সাফওয়ান সিজান ও সদস্য সাইদ বিন আবির প্রমুখ উপস্থিত ছিলেন।
 বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, গত বছরের এই দিনে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের শিক্ষার্থী সাগর ঢাকার মিরপুরে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হন। আজ তার প্রথম মৃত্যু বার্ষিকীর দিনে বলতে চাই শহীদ সাগর হত্যাসহ কোটা সংস্কার আন্দোলনে যারা নিহত হয়েছে প্রত্যেকের হত্যার বিচার করতে হবে। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ ও জুলাই ঘোষণাপত্র দিতে হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com