রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের বিল টাকাপোড়া গ্রামে গতকাল ২০শে জুলাই বিকেলে শহীদ সাগরের কবর জিয়ারত করেছেন উপজেলা বিএনপি ও সহযোগি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কবর জিয়ারতের সময় শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেনও উপস্থিত ছিলেন। কবর জিয়ারতের পর বিএনপির নেতৃবৃন্দরা শহীদ সাগরের পিতা তোফাজ্জেল হোসেনকে শান্তনা দিযে শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ আশিক, বিএনপি নেতা চৌধুরী মাহফুজুর কবির জুয়েল, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক মোঃ রাকিব বিল্লাল, সহ-সাধারণ সম্পাদক সোহেল ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সোলায়মান শেখ, আব্দুর সাত্তার, সাংগঠনিক সম্পাদক আহাদ শেখসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।
কবর জিয়ারতে শহীদ সাগরসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া পাঠ করেন চর ঘি কমলা ঈদগাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আরিফুল ইসলাম।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ১৯শে জুলাই কোটা সংস্কারের দাবীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে মিরপুর গোলচত্বরে পুলিশের গুলিতে নিহত হয় সাগর। শহীদ সাগর মিরপুর সরকারী বাঙলা কলেজের রাষ্টবিজ্ঞানের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com