চাঁদাবাজ চক্রের দাবিকৃত চাঁদা না দেওয়ার কারণে থমকে গেছে ২৫০ শয্যার বিশিষ্ট রাজবাড়ী জেলা সদর হাসপাতালের শেষ পর্যায়ের নির্মাণ কাজ। বিষয়টি নিয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করেছেন ক্ষোভ জেলা প্রশাসক।
গতকাল ২০শে জুলাই সকাল ১০ টায় রাজবাড়ীর অফিসার ক্লাব মিলনায়তনে জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতাল নির্মাণ কাজের অগ্রগতি জানতে চান জেলা প্রশাসক। এ সময় রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী(সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম কাজের অগ্রগতি সম্পর্কে বলেন, চাঁদা দাবির কারণে হাসপাতালের লিফট স্থাপন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঠিকাদারের লোকজন ভয়ভীতির মধ্যে আছেন।
রাজবাড়ী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ এসে হাসপাতালের লিফটের ঠিকাদারের কাছে চাঁদা দাবি করেছে। চাঁদা না দিলে বিভিন্ন সময়ে তারা হুমকি ধামকি দিচ্ছে। এতে হাসপাতালের লিফটের কাজ শেষ করতে সময় লাগছে। একাধিকবার আমাদের নিয়োজিত ঠিকাদার চাঁদাবাজদের চাঁদা পরিশোধ করেছে। এক গ্রুপ চাঁদা নিয়ে যায়, আরেক গ্রুপ আসে। ঠিকাদার কতজনকে চাঁদা দিবে। এর আগে হাসাপাতালের এসির তার, আউটডোরের জিনিসপত্র খুলে নিয়ে গেছে চোরেরা।
তিনি আরও বলেন, স্থানীয় কিছু চাঁদাবাজ শ্রেণির লোক রয়েছে তারা বিভিন্ন সময়ে এসে হাসপাতালের নির্মাণ কাজে বাঁধা দেয়। তারা এসে চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ঠিকাদারকে ভয়ভীতি প্রদর্শন করে।
নির্বাহী প্রকৌশলী দপ্তরের একটি চিঠি হাতে আসে এ প্রতিবেদকের কাছে। সেখানে দেখা যায়, চলতি বছরের ২০শে জানুয়ারী রাজবাড়ী গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বরাবর একটি চিঠি দিয়েছেন ঠিকাদারী প্রতিষ্ঠানের সিনিয়র ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সেই চিঠির অনুলিপি জেলা প্রশাসক, হাসপাতালের তত্ত্বাবধায়ক, সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর প্রেরণ করা হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, হাসপাতালের লিফট স্থাপনের জন্য সুপার স্টার ইঞ্জিনিয়ারিং লিঃ এর সাথে গত ১৭ই এপ্রিল ২০২২ তারিখে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ফ্রান্স থেকে ৪টি লিফটের মালামাল গত ২৯শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে প্রকল্প সাইটে সরবরাহ করা হয়। লিফট সমূহ স্থাপনের জন্য শ্যাফট পুরোপুরি প্রস্তুত না থাকায় লিফট সমূহের ইন্সটলেশনের কাজ আরম্ভ করতে বিলম্বিত হয়। পরবর্তীতে উপযুক্ত শ্যাফট প্রস্তুত করে দেওয়ায় বর্তমানে লিফট সমূহের ইন্সটলেশনের কাজ চলমান রয়েছে। গত ১৯শে জানুযারী ইন্সটলেশনের কাজ চলমান থাকা অবস্থায় দুপুরে ৮/১০ জন অস্ত্রধারী লোকজন প্রকল্প সাইটে প্রবেশ করে চাঁদা দাবি করে এবং লিফটের মূল্যবান মালামাল নিয়ে যেতে চেষ্টা করে। একই সাথে চাঁদা দেওয়া না হলে প্রাণনাশের হুমকি প্রদান করে যায়।
চিঠিতে ঠিকাদারের ম্যানেজার, আগামী ২মাস কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা প্রদানের ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষ ভাবে অনুরোধ করেন।
কাজের সাইটে মজুদকৃত মালামাল ও লোকবলকে ডাকাত ও সস্ত্রাসীদের হাত থেকে নিরাপত্তার জন্য চলতি বছরের ২১শে জানুয়ারী গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আব্দুর রশিদ মন্ডল আরেকটি চিঠি দিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবর। চিঠিটির অনুলিপি জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আরও কয়েকটি দপ্তরে দেওয়া হয়েছে।
চাঁদাবাজির বিষয়টি নিয়ে রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম বলেন, হাসপাতালের নির্মাণ কাজের ঠিকাদারের কাছে চাঁদাবাজির বিষয়টি উন্নয়ন সমন্বয় সভায় উঠেছে। পুলিশ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। রাজবাড়ীতে কোন চাঁদাবাজি হতে দেওয়া যাবে না বলে হুশিয়ারি করেন তিনি।
রাজবাড়ীর নাগরিক কমিটির সভাপতি জ্যোতি শঙ্কর ঝন্টু বলেন, রাষ্ট্রের সবচেয়ে মানবিক জায়গা হলো হাসপাতাল। সেখানে কাজের জন্য চাঁদা চাওয়া রাষ্ট্রের জন্যই হুমকি। রাষ্ট্রের একমাত্র দায়িত্ব হলো নাগরিকের নিরাপত্তা প্রদান করা। সরকারের সাথে যারা জড়িত তাদের উচিত ছিল বিষয়টি গুরুত্ব দেওয়া। দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সুষ্ঠ তদন্ত করে অপরাধীদের গ্রেপ্তারের দাবিও করেন তিনি।
উল্লেখ্য, জেলা সদরে রোগীদের ভোগান্তির কথা চিন্তা করে ২০১৮ সালে ৫০ কোটি টাকা ব্যয়ে ২৫০ শয্যার হাসপাতাল উন্নীতকরণের কাজ শুরু হয়। বর্তমানে ৩ কোটি ৯১ লাখ ৮১ হাজার টাকা ব্যয়ে ৮তলা পর্যন্ত হাসপাতালের লিফট স্থাপনের কাজ চাঁদা দাবির কারণে ব্যাহত হচ্ছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com