দলীয় ২শ কর্মীকে ঈদ উপহার দিলেন রাজবাড়ী পৌর আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ

শেখ মামুন || ২০২০-০৫-২১ ০৪:৪৫:০৭

image

রাজবাড়ী পৌর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহাগের পক্ষ থেকে পৌরসভার ৯টি ওয়ার্ডের ২শ’ দলীয় কর্মীর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। 
  গতকাল ২০শে মে দুপুরে রাজবাড়ী বাজারের কাঁচা বাজার আড়ত এলাকায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। 
  বর্তমানে ঢাকায় অবস্থানকারী সাইফুল ইসলাম সোহাগের পক্ষে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম সফি এবং দপ্তর সম্পাদক ফজলুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ এই উপহার সামগ্রী বিতরণ করেন। 
  বিতরণকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল পোলাও’র চাল, সেমাই, চিনি, গুড়ো দুধ, তেল, সাবান ও লবণ। 
  সাইফুল ইসলাম সোহাগ মোবাইল ফোনে জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাজবাড়ী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী ইরাদত আলীর নির্দেশে দলীয় কর্মীদের মধ্যে তিনি এই উপহার সামগ্রী বিতরণ করলেন। 
  তিনি দলীয় নেতাকর্মীসহ রাজবাড়ী পৌরবাসীকে ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা এবং সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলাসহ করোনা ভাইরাস ও ডেঙ্গুর ব্যাপারে সচেতন থাকার আহ্বান জানান। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com