সংযুক্ত আরব আমিরাতের বানিজ্যিক রাজধানী দুবাইয়ে বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন আবির এর আয়োজনে সর্ববৃহৎ দেশীয় মৌসুমী ফলের উৎসব গত ২০শে জুলাই অনুষ্ঠিত হয়। এই উৎসবে স্থান পেয়েছে দেশে উৎপাদিত হরেক রকমের ফল।
ফল উৎসবের আহ্বায়ক ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে দুবাই বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সেলর আশীষ কুমার সরকার বক্তব্য রাখেন।
বিশেষ অতিথির হিসেবে জনতা ব্যাংক ইউএই’র সিইও মোহাম্মদ কামরুজ্জামান, কমিউনিটি নেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সালাউদ্দিন ও বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সভাপতি জুলফিকার ওসমান প্রমুখ বক্তব্য রাখেন।
আলহাজ্ব ইয়াকুব সৈনিক জানান, প্রবাস প্রজন্মের কাছে দেশীয় ফলের পরিচিতি বৃদ্ধির লক্ষ্যে তাদের এই আয়োজন। প্রায় পঞ্চাশ রকম ফলের প্রদর্শনী, দেশীয় ফলের উপর শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নারীদের ফলের ঝুড়ি সাজানো ও অলঙ্করণ ছিল উৎসবের বিশেষ আকর্ষণ। এছাড়া দেশীয় সাংস্কৃতিক আয়োজন উৎসবের মাত্রা বৃদ্ধি করে কয়েকগুণ।
প্রধান অতিথি আশীষ কুমার সরকার বলেন, বিদেশে মৌসুমী ফল উৎসবের ধারাবাহিকতা রাখা গেলে ভিনদেশীদের কাছে দেশীয় ফলের পরিচিতি আরো বৃদ্ধি পাবে। এতে দেশীয় ফলের রপ্তানিও বৃদ্ধি পাবে।
উৎসবে আগত অতিথিরা আগামীতে এই আয়োজনের পরিসর বৃদ্ধির অনুরোধ জানান। সরকারী সহযোগিতায় অন্তত ৩ থেকে ৫ দিনের প্রদর্শনীসহ ফল বেচাকেনার ব্যবস্থা রাখার পরামর্শও দেন তারা।
কামরুল হাসান জনি ও তন্বী সাবরিনের সঞ্চালনায় এ সময় কমিউনিটি নেতা আলহাজ্ব শরাফাত উল্লাহ, এনাম চৌধুরী, আজিম উদ্দিন, সিরাজ নওয়াব, মুছা আল মামুন, আজমান বাংলাদেশ সমিতির সভাপতি আব্দুল কুদ্দুস, শারজাহ বাংলাদেশ সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহাদাত হোসেন, উম্ম আল কোয়াইন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি মুজিবুর রহমান, আক্তার হোসেন সিআইপি, মোহাম্মদ বদরুল সিআইপি, সংগঠক আবুল কালাম, বাংলাদেশ লেডিস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা এডমিন লিজা হোসেন ও সভাপতি লাবন্য আদিলসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com