পাংশায় আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের চতুর্থ দিনের খেলায় টাইব্রেকারে উপজেলা প্রশাসন জয়ী

মোক্তার হোসেন || ২০২৫-০৭-২৪ ১৬:২২:২৭

image

জুলাই গণঅভ্যুত্থান ও পুনর্জাগরণের বর্ষপূর্তি উপলক্ষে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন আয়োজিত পাংশা সরকারী জর্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গতকাল ২৪শে জুলাই চতুর্থ দিনের পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ ও মৌরাট ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যকার খেলায় টাইব্রেকারে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ জয়ী হয়েছে।
 খেলায় পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশের ৩৮ নং জার্সি পরিহিত খেলোয়ার সুমন ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। তাকে পূর্ব ঘোষণা অনুযায়ী মাছপাড়া খেলাঘর কর্তৃক প্রদত্ত শুভেচ্ছা উপহার প্রদান করেন অতিথিবৃন্দ।
 পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ সালাউদ্দিন, দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের এপিডি মোঃ নজরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, পাংশা কৃষি ফার্মের সিনিয়র সহকারী পরিচালক মোঃ ফারুক হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ শামছুল আলম, মোহাম্মদ আলী একাডেমীর সাবেক প্রধান শিক্ষক রেজাউল আলম(হুমায়ুন মাষ্টার), বিএনপি নেতা ও যশাই ইউপির প্রাক্তন চেয়ারম্যান মোঃ চাঁদ আলী খান, বিএনপি নেতা ও পাংশা সরকারী কলেজের সাবেক ভিপি মোঃ হাবিবুর রহমান রাজা, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি এবং পাংশা পৌরসভা বিএনপির সভাপতি মোঃ বাহারাম হোসেন সরদার, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব মোঃ রোকুনুজ্জামান খান তপু, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক একেএম মনোয়ারুল ইসলাম, পাংশা সরকারী কলেজ শিক্ষক পরিষদের সহ-সাধারণ সম্পাদক মোঃ তোজাম্মেল হোসেন, পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মোঃ সহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান মুন্সী, মৌরাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান মন্ডলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
 নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে ড্র হয়। পরে টাইব্রেকারে পাংশা উপজেলা প্রশাসন ফুটবল একাদশ জয়ী হয়। উপস্থাপনা করেন কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেন ও পাংশা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সরদার।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com