রাজবাড়ী সরকারী কলেজ ছাত্রাবাসের নতুন নাম “শহীদ সাগর ছাত্রাবাস”

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৭-২৯ ১৫:৪৭:৩৮

image

রাজবাড়ী সরকারী কলেজের বঙ্গবন্ধু ছাত্রাবাসের নাম পরিবর্তন করে “শহীদ সাগর ছাত্রাবাস” করা হয়েছে। গত ২৮শে জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারী কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই নাম পরিবর্তন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, মোট ৪টি সরকারী কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ স্থানে পূর্বের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম যুক্ত করা হয়েছে   -মাতৃকণ্ঠ।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com