বালিয়াকান্দির বহরপুর বাজার ও বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্বাস্থ্য উপকরণ বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২০-১১-১৭ ১৩:২১:৩২

image

করোনার সংক্রমণ প্রতিরোধে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল ১৭ই নভেম্বর বিকালে বহরপুর বাজার ও বারুগ্রাম আশ্রয়ণ প্রকল্পে স্বাস্থ্য উপকরণ(মাস্ক, সাবান ও হ্যান্ড স্যানিটাইজার) বিতরণ করা হয়। 

  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ এবং উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা স্বাস্থ্য উপকরণগুলো বিতরণ করেন। এ সময় করোনার সংক্রমণ প্রতিরোধে সকলকে মাস্ক পরাসহ সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়। 

  বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার আম্বিয়া সুলতানা বলেন, মন্ত্রী পরিষদ সচিবের নির্দেশনায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলার জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই মাস্ক, সাবান ও স্যানিটাইজার বিতরণ করা হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com