‘মাদককে না বলি, সুস্থ সমাজ গড়ে তুলি’ এ শ্লোগানে রাজবাড়ী জেলার গোয়ালন্দে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১লা আগস্ট বিকেলে উপজেলার দৌলতদিয়া হেলিপোর্ট মাঠে সামাজিক সংগঠন “হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের” আয়োজনে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
নির্ধারিত সময়ের খেলায় পাবনা নগরবাড়ী ফুটবল একাদশ ২-০ গোলে দৌলতদিয়া ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে।
হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান মোল্লার সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের সদস্য মোঃ সোহেল মোল্লা, মোঃ আলামিন মোল্লা, মোঃ রজব আলী, শাকিল সরদারসহ অন্যান্য সদস্য মন্ডলী উপস্থিত ছিলেন।
প্রীতি ম্যাচ সম্পর্কে হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সুলতান মোল্লা বলেন, হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সৌদি আরব প্রবাসী মোহাম্মদ হোসাইনের সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনায় এ প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়।
তিনি আরও বলেন, খুব শীঘ্রই হোসাইন ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে গোয়ালন্দ উপজেলাব্যাপী বড় পরিসরে টুর্নামেন্ট পরিচালনা করা হবে।
খেলা শেষে দুই দলের হাতে ট্রফি তুলে দেয়া হয়। প্রীতি ম্যাচে চমৎকার খেলা প্রদর্শন করে বিজয়ী দলের গোলকিপার ইলিয়াস ম্যাচ সেরা নির্বাচিত হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com