ইসলামপুরে ইউনিয়ন বিএনপির সদস্য সংগ্রহ প্রস্তুতি ও কর্মী সভা

স্টাফ রিপোর্টার || ২০২৫-০৮-০১ ১৪:৫৬:৪৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়ন বিএনপির কর্মী সভা ও সদস্য সংগ্রহ প্রস্তুতি সভা গতকাল ১লা আগস্ট বিকালে শহীদনগর ইসলামিয়া মহিলা আলীম মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। 
 সভায় রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান বক্তব্য রাখেন।
 এ সময় অন্যান্যর মধ্যে মোঃ আবুল বাশার, মোঃ আবুল কাশেম, মোঃ আব্দুর রহিম, আবুল ফজল, শামসুল আলম, আকবর হোসেন, লুৎফর রহমান, ইউপি সদস্য মোঃ কবির হোসেন, আবুল খায়ের ও খন্দকার ঝন্টু প্রমুখ বক্তব্য রাখেন।
 প্রস্তুতি সভায় আওয়ামী সুবিধাভোগীদের সদস্য না করার অনুরোধ জানানো হয়। প্রতিটি ওয়ার্ড থেকে ২০০ জন করে সদস্য অন্তর্ভুক্ত করার আহ্বান জানানো হয়। বিএনপির ১১২ জন পুরাতন সদস্য নবায়ন এবং নতুন ৮৮ জন সদস্য অন্তর্ভুক্ত করার কথা বলা হয়েছে, এর মধ্যে শতকরা ৩০ জন  মহিলা সদস্য বাধ্যতামূলকভাবে অন্তর্ভুক্ত করার জন্যও আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল হোসেন খান ৩৬ জুলাই অর্থ্যাৎ ৫ই আগস্ট পালনের জন্য সর্বস্তরের নেতাকর্মীদের শহীদ নগর আলীম মাদরাসা প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য আহবান জানান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com