ড্রেনেজ সমস্যায় নাকাল রাজবাড়ীর টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দারা

মীর সামসুজ্জামান সৌরভ || ২০২৫-০৮-০১ ১৫:০০:২৮

image

রাজবাড়ী প্রথম শ্রেণীর পৌরসভা হলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া এলাকার বাসিন্দারা।
 সামান্য বৃষ্টি হলেই বৃষ্টির পানি ও ড্রেনের নোংরা পচা পানিতে ডুবে যায় এই এলাকার সড়ক। এতে চলাচলে দুর্যোগে পড়ে স্থানীয় বাসিন্দারা।
 জানা গেছে, ৫নং ওয়ার্ডের সজ্জনকান্দা টিএন্ডটি পাড়া এলাকা পৌরসভার মধ্যে একটি আবাসিক এলাকা। এই এলাকায় প্রায় শতাধিক পরিবারের বসবাস। কিন্তু দীর্ঘদিন ধরে এই এলাকার বাসিন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সামান্য বৃষ্টি হলেই এই এলাকার রাস্তা পানির নিচে তলিয়ে যায়। এছাড়াও সারা বছর এই এলাকার টিএন্ডটি পাড়া জামে মসজিদ থেকে জমিদার প্রিমিয়াম সোসাইটি পর্যন্ত সড়ক ড্রেনের পঁচা ও নোংরা পানিতে নিমজ্জিত থাকে। ফলে স্থানীয় মুসল্লীদের মসজিদে আসা যাওয়ার পথে নোংরা পনি পারিয়ে আসতে হয়। অনেক সময় মুসল্লীর জামাকাপড় নষ্ট হয়ে যায়। আবার স্থানীয়দের বাড়ীতে আসা যাওয়া কষ্ট হয়। এছাড়াও ড্রেনের পঁচা ও নোংরা পানির দুর্গন্ধে রাস্তা দিয়ে হাঁটা যায় না।
 সরেজমিনে দেখা যায়, টানা দুই/তিন দিনের বৃষ্টির কারণে টিএন্ডটি পাড়া মসজিদ এলাকা থেকে জমিদার প্রিমিয়াম সোসাইটি পর্যন্ত রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ড্রেনের পঁচা পানিতে এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এছাড়াও ড্রেনের পচা পানিতে বিভিন্ন জায়গায় এডিস মশার প্রজনন তৈরি হয়েছে।
 টিএন্ডটি পাড়া জামে মসজিদের সভাপতি ডাঃ মোঃ ইউনূস আলী মোল্লা বলেন, আমাদের টিএন্ডটি পাড়া মসজিদের সামনে সারা বছর ড্রেনের পঁচা পানি জমে থাকে। এই পঁচা পানি ডিঙিয়ে মুসল্লীদের মসজিদে আসতে হয়। ড্রেনের ভিতরে ভরে যাওয়ার কারণে পানি উপচে উঠে আসে। আমরা এলাকাবাসী কয়েকবার পৌরসভায় গিয়ে জানিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত কোন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা এলাকাবাসী অতিসত্বর এই সমস্যার সমাধান চাই।
 স্থানীয় বাসিন্দা অধ্যাপক মতিউর রহমান বলেন, চার/পাঁচ বছর আগে এই এলাকায় ড্রেন তৈরি হলেও আমরা এর সুফল কখনো পাইনি। কারণ ড্রেনের ভিতরে স্পেস কম এবং সম্পূর্ণ অপরিকল্পিতভাবে ড্রেনটি নির্মাণ করা হয়েছে। আমি এর আগে ব্যক্তিগতভাবে ও আরেকবার এলাকাবাসীর সহযোগিতায় ড্রেনটি পরিষ্কার করেছিলাম। এরপর ১/২ মাস ঠিক থাকলেও আবার যা তাই হয়ে যায়। আমরা ড্রেনের একটা স্থায়ী সমাধান চাই।
 স্থানীয় বাসিন্দা কুতুব উদ্দিন সিদ্দিক বলেন, আমার বাসা থেকে বের হতে গেলে ড্রেনের পঁচা ও নোংরা পানি পাড়াতে হয়। আবার বৃষ্টি আসলে পানি বাসার মধ্যে ঢুকে যায়। ড্রেনের নোংরা পানি সারাবছর রাস্তার উপর থাকায় মশা মাছির উৎপাতও বেড়েছে। প্রথম শ্রেণীর পৌরসভার মধ্যে আমরা থাকলেও নাগরিক সেবা থেকে বঞ্চিত আমরা। বেশ কয়েকবার ড্রেনের সমস্যা নিয়ে আমরা পৌরসভাতে গেলেও কেন সূরাহ হয়নি।
 স্থানীয় মুসল্লী ইয়াসিন মুন্সি বলেন, মসজিদের সামনে সারাবছরই ড্রেনের নোংরা পানি জমে থাকে। অনেক সময় এসব নোংরা পানিতে জামা কাপড় নষ্ট হয়ে যায়। আমরা এই ট্রেনের সমস্যার দ্রুত উত্তোরন চাচ্ছি।
 রাজবাড়ী পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ তায়েব আলী বলেন, ড্রেনেজ সমস্যা পৌরসভার প্রত্যেকটি ওয়ার্ডেই রয়েছে। আমরা পর্যায়ক্রমে এই সমস্যা গুলো সমাধানের চেষ্টা করছি। আজ থেকে ড্রেন পরিষ্কারের জন্য পৌরসভার উদ্যোগে বাজারের মধ্যে ড্রেন পরিষ্কারে কাজ করেছে। পর্যায়ক্রমে সকল ওয়ার্ডেই পাঠানো হবে। তবে ড্রেনেজ সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। আমরা বড় একটি প্রজেক্ট হাতে নিয়েছি। প্রজেক্টটি পাস হলেই কাজ শুরু করা হবে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com