রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন এলাকার বিলে দেশীয় মাছ রক্ষায় টানা তিন ঘন্টা বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ টাকার নিষিদ্ধ ঘোষিত চায়না দুয়ারী জাল জব্দ করেছে সামারি ট্রায়াল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।।
পরে জব্দকৃত জাল বালিয়াকান্দি স্টেডিয়ামে(কুঠির মাঠ) পুড়িয়ে ধ্বংস করা হয়।
জানা গেছে, গতকাল ২রা আগস্ট সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন রাজবাড়ীর প্রথম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মহসিন হাসান।
তিনি জানান, দেশীয় প্রজাতির মাছ প্রায় বিলুপ্তির পথে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ ও প্রজ্ঞাপন ২০১৩ এর আলোকে বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নের বারুগ্রাম আবাসন, পাঁকালিয়া হড়াই নদী পার সংলগ্ন পাঁকালিয়া বিলে সামারি ট্রায়াল আদালতের অভিযান পরিচালনা করা হয়। আজকের অভিযানে ২০০ নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করে তা পুড়িয়ে ধ্বংস হয়। ধ্বংসকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা বলে তিনি জানান। ভবিষতে এই অভিযান অব্যাহত থাকবে।
এ সময় বালিয়াকান্দি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানভীর আহমেদ, ইন্সপেক্টর(তদন্ত) আব্দুল্লাহ আল মামুন ও সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কার্যারয়ের স্টেনোগ্রাফার মোঃ তোফাজ্জেল হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।
সামারি ট্রায়াল আদালতের অভিযানে বালিয়াকান্দি থানা পুলিশ ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com