রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে জনগণের ভোগান্তি এড়াতে ও জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে দ্বিতীয় দফায় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল ৩রা আগস্ট সকাল ১০টায় দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে যোগদান করেন উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। এর আগে গত ৩১শে জুলাই রাজবাড়ীর জেলা প্রশাসক কার্যালয় থেকে যোগদানের অনুমতি পেয়ে গতকাল ৩রা আগস্ট তিনি পরিষদে যোগদান করেন।
এ সময় ইউনিয়ন পরিষদের প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান ইউপি সচিব এইচ এম মিন্টুসহ সকল ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও উদ্যোক্তারা।
জানা যায়, গত বছরের ৩০শে ডিসেম্বর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদসহ সদস্যদের মেয়াদ উত্তীর্ণ হয়। দীর্ঘ ৫ বছর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন আব্দুর রহমান মন্ডল। তার মেয়াদ শেষ হওয়ার পর থেকেই পরিষদে প্রশাসক পদে দায়িত্ব পালন করেন গোয়ালন্দ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান। তিনি গত বছরের ৪ঠা ডিসেম্বর হতে চলতি বছরের ৩০শে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন। তার বদলিজনিত কারণে প্রায় দীর্ঘ দুই মাস চরম ভোগান্তিতে পরে দৌলতদিয়াবাসী। ইউনিয়নবাসীর ভোগান্তির কথা বিবেচনা করে গতকাল ৩রা আগস্ট হতে উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিনকে দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসাবে দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য, উপজেলার ৪টি ইউনিয়নের মধ্যে দুই ইউনিয়ন পরিষদ(দৌলতদিয়া ও দেবগ্রাম) চেয়ারম্যানদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় এসব শূন্য স্থানে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com