রাজবাড়ী জেলার গোয়ালন্দে ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইটের তৈরি এইচবিবি রাস্তা পরিদর্শন করেছেন এলজিইডির উপজেলা প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল।
গতকাল ৩রা আগস্ট দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গফুর মন্ডল পাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত রাস্তা সরেজমিনে দেখতে যান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিনে টানা ভারী বৃষ্টি হওয়ায় সেই পানি গড়ানোর কারণেই রাস্তাটির কয়েকটি স্থানে তীব্র ভাঙন দেখা দেয়। এতে করে এলাকাবাসীর চলাফেরা ও রিক্সা, ভ্যান, অটোরিকশা চলাচল করতে পারছেনা। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শনে যান উপজেলা প্রকৌশলী।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল বলেন, কয়েকদিনের টানা বৃষ্টির কারণে দৌলতদিয়া গফুর মন্ডল পাড়া এলাকায় মানুষের চলাচলের রাস্তায় কয়েকটি স্থানে ভাঙন দেখা দিয়েছে। আমরা ক্ষতিগ্রস্ত স্থানগুলো পরিদর্শন করেছি, বৃষ্টি একটু কম হলে যত দ্রুত সম্ভব রাস্তাটি মেরামতের কাজ শুরু করবো।
তিনি আরও বলেন, এই এলাকাতে অনেক বাড়ীর পানি সড়কের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণেই এই ভাঙনগুলো দেখা দিয়েছে। যদি প্রতিটি বাড়ীর পানি নিষ্কাশনের জন্য পাইপ দেয়া থাকে তাহলে ভাঙন অনেকাংশে কমে যাবে।
এর আগে তিনি গত ৩১শে জুলাই উজানচর ইউনিয়নের হাবিল মন্ডল পাড়া এলাকায় বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং গতকাল ৩রা আগস্ট থেকে রাস্তাটির মেরামতের কাজ শুরু করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com