॥ রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কুঠিমালিয়াট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২রাউন্ড কার্তুজ, ৩টি ককটেলসহ দেশীয় তৈরি ওয়ান শুটারগান উদ্ধার করেছে র্যাব-১০।
গতকাল ৩রা আগস্ট রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র্যাব-১০, সিপিসি-৩ সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক(মিডিয়া) তাপস কর্মকার।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি জানান, গত ২রা আগস্ট দিনগত রাত ১টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাংশা থানার কুঠিমালিয়াট এলাকার জনৈক আয়াত আলী(৫৫) এর চায়ের দোকানের পূর্ব পার্শ্বে ঝোপের মধ্যে অভিযান পরিচালনা করে একটি বাজারের ব্যাগের মধ্যে পেঁচানো পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় তৈরি ওয়ান শুটারগান, ২রাউন্ড কার্তুজ ও ৩টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পাংশা থানায় হস্তান্তর করা হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com